
রাজশাহীতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। তার নাম প্রিতম বেগম (২৫)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা মোড় ভাংড়ি পট্রি এলাকায়। আহত প্রিতম বেগমের স্বামী হলেন মোঃ পলাশ হোসেন, তিনি ভদ্রা এলাকার বাসিন্দা।
ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, সেদিন রাতে তিনি রিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার পথরোধ করে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে দেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বলছে, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]