
সাভারের আশুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
২ মে, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে নিজ ভাড়া বাসায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে স্বামী। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ।
অপরদিকে সাভারের বিরুলিয়া থেকে এক বৃদ্ধ ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]