
রাজধানীর মেরুল বাড্ডার একটি ব্যাচেলর বাসা থেকে আসাদুজ্জামান দুর্ব (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দিনগত রাতে মেরুল বাড্ডা কাঁচাবাজার গলির একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া আসাদুজ্জামান দুর্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের কাউনিয়া উপজেলায়। তার বাবার নাম শামসুজ্জামান বাবুল।
দুর্বর চাচা সাদিকুর রহমান জানান, মেরুল বাড্ডার একটি বাড়িতে ব্যাচেলর থাকতেন দুর্ব। সোমবার বিকেলে তার পাশের রুমের ভাড়াটিয়ার মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ। থানায় খবর দিলে পুলিশ ও বাড়িওয়ালার মাধ্যমে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে দুর্ব।
এরপর পুলিশ সেখান থেকে তার মরদেহ নিচে নামায়। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে সেই বিষয়ে কিছু জানাতে পারেননি নিহত দুর্বর চাচা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আসাদুজ্জামানকে ঝুলে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আগেই মারা গেছেন।
তিনি আরও জানান, বাসায় দুর্বসহ আরও একজন থাকতো। এদের মধ্যে একজন ড্রয়িং রুমে এবং দুর্ব একটি রুম নিয়ে থাকতো। তবে, কী কারণে সে এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]