
ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের স্বীকার হলো ইন্টার মিলান। শেষ ষোলোর ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে আসর থেকে বিদায় করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে ফ্লুমিনেন্স।
ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের তৃতীয় মিনিটে জার্মান ক্যানো ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরও কিছু গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। তবে ইন্টারের দৃঢ় ডিফেন্স তা প্রতিরোধ করে।
দ্বিতীয় হাফেও ছোট ছোট আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ইন্টার। নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের শেষ আট নিশ্চিত করেন। পুরো ম্যাচে ইন্টারের দুইটি শট বারে লেগে ফিরে আসে। তা না হলে, ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।
এনিয়ে দ্বিতীয় ব্রাজিলের দল ক্লাব বিশ্বকাপের শেষ আটে উঠলো। বোতাফোগোকে হারিয়ে এর আগে শেষ আট নিশ্চিত করেছিলো পালমেইরাস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]