
সেন্ট জেমস পার্কে হাড্ডাহাড্ডি এই লড়াই দেখল দর্শকরা। সোমবার (২৫ আগস্ট) লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুল। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।
নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে লিভারপুলকে আতিথ্য দিয়েছিল তারা। আলেকজান্ডার ইসাককে নিয়ে এই দুই দলের লড়াইয়ের মাঝে মাঠেই হয়ে গেল এক দুর্দান্ত ম্যাচ। বল দখলে এগিয়ে থাকা লিভারপুল কোনো আক্রমণ করতে পারেনি। তবুও শেষ মুহূর্তে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে অল রেডদের জয় এনে দেন এক তরুণ।
ম্যাচের প্রথম গোল আসে ৩৫তম মিনিটে। কোডি গাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট জালের দেখা পায়। ৪১ ম্যাচ পর গোলের দেখা পেলেন ডাচ এই মিডফিল্ডার।
প্রথম হাফে আর গোল হয়নি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন গর্ডন। ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
দ্বিতীয়ার্ধের ২৩ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বক্সে গাকপোর পাসে নিচু শটে লক্ষ্যভেদ করেন একিতিকে। ৫৭তম মিনিটে ব্যবধান কমিয়ে নিউক্যাসলকে লড়াইয়ে রাখেন ব্রুনো গিমারাইস।
তার গোলের পর আরও উজ্জীবিত হয়ে আক্রমণ করতে থাকে নিউক্যাসল। ম্যাচের ৮৮তম মিনিটে নিউক্যাসল গোলরক্ষক পোপের ফ্রি-কিকে বক্সের বাইরে লিভারপুলের এক ডিফেন্ডারের পিঠে হালকা ছুঁয়ে যাওয়া বল ছুটে গিয়ে জালে পাঠান ওসুলা। তাতে ম্যাচে সমতায় ফেরায় নিউক্যাসল। তবে তখনও নাটকীয়তার বাকি ছিল অনেক।
নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে গাকপোর বদলি হিসেবে নামানো হয় ১৬ বছর ৩৬১ দিন বয়সি রিও নগুমোহাকে। নামার চার মিনিটের মাথায় গোল করে ইতিহাসের পাতায় নাম লিখান তরুণ এই ফুটবলার। যোগ করা সময়ের দশম মিনিটে সালাহ'র পাস থেকে গোল করেন নগুমোহা। প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। প্রিমিয়ার লিগে তার চেয়ে কম বয়সে কম বয়সে গোল করার রেকর্ড আছে মাত্র দুই জনের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]