
বাংলাদেশ জেল এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জেল থেকে পলাতক ৯ জঙ্গিসহ ৭০০ জনের বেশি আসামি এখনো পলাতক রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কারা অধিদফতর কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্দিদের উৎপাদমুখী করতে উদ্যোগ নেয়া হয়েছে। বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে কারা মহাপরিদর্শককে ফোন করে থাকেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]