কুবির বিজয়-২৪ হল থেকে ২ ল্যাপটপ, ২ মোবাইল চুরি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭
কুবির বিজয়-২৪ হল থেকে ২ ল্যাপটপ, ২ মোবাইল চুরি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবারের হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।


রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে।


হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরিহিত মধ্যবয়স্ক এক ব্যক্তি সকাল সাড়ে আটটার দিকে হলে প্রবেশ করে। হলে প্রবেশের পর সরাসরি চারতলায় উঠে ৪২৩ নম্বর রুমে প্রবেশ করে দুটি ল্যাপটপ, দুটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে প্রশাসন।


জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও নগদ টাকা এবং একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি মোবাইল আর একটি ল্যাপটপ এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়েছে।


এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, 'আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে অলরেডি জিডি করা হয়েছে। আর এখন থেকে হলের পেছনের গেট রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এছাড়াও এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য আরো কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে ভাববো আমরা।'


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি।'


শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি-না এমন প্রশ্ন তিনি বলেন, 'এর দায়ভার কে নেবে? হলের প্রভোস্টসহ আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলব। ক্ষতিপূরণ সেটা তো আমি দিতে পারি না। বিষয়টি হলের প্রভোস্ট দেখবেন।'


উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ এই হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।


বিবার্তা/প্রসেনজিত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com