টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২২:৩৮
টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া থানা শাখার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


৩১ আগস্ট, রবিবার সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলনে “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” স্লোগানকে সামনে রাখা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ ইব্রাহিম শেখ (ডিপ্লোমা)। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ ক্বারী তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান শেখ।


বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। নৈতিক অবক্ষয় রোধে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।


প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ বলেন, ইসলামী আন্দোলন সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে। মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার পরিবর্তে উদারতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।


তিনি আরও proportional representation (PR) পদ্ধতিতে নির্বাচন দাবি করে বলেন, এতে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং নির্বাচন সহিংসতামুক্ত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক ‘হাত পাখায়’ ভোটদানে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি।


সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com