
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ঘেরের বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিয়েছে লাভলু রহমান নামের এক ব্যক্তি। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে খানপুর গ্রামে ।
খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি নিয়ে ঘেরের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার শিম চাষ করেন তিনি। গাছে ইতিমধ্যে ধরন আসতে শুরু করেছিল। গাছ লাগানো, ওষুধসহ খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এ মৌসুমে বিক্রি থেকে ৫-৬ লক্ষ টাকা আয় হওয়ার কথা ছিল।
তিনি আরও জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল খানপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি সরদার গংয়ের সাথে। তার ছেলে লাভলু রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিল শিম গাছ কেটে ফেলার। শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে দেয় সে।
স্থানীয় বিল্লাল সরদার বলেন, গতকাল সন্ধ্যার আগে লাভলুকে এলাকাতেই দেখা গেছে। সুযোগ বুঝে সে এমন শত্রুতা করেছে।
অন্যদিকে তানজিলা বেগম জানান, প্রায় এক মাস আগে বাজারে গেলে আমাকে লাভলু প্রকাশ্যে বলে যত খরচই করুক, শিম ধরার আগেই গাছগুলো কেটে দেওয়া হবে।
তবে অভিযুক্ত লাভলু রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র করে আমাকে জড়ানো হচ্ছে। এ ঘটনায় আমি জড়িত নই। আমরা এলাকায় প্রভাবশালী, আমাদের ক্ষতি করার জন্যই এসব করা হচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]