খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২৩:১৪
খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) রিপন কুমার মোদক (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সম্পর্কের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।


রবিবার (৩১ আগস্ট) দুপুরে রিপনের সহকর্মীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


মরদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


রিপনের সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি গত আড়াই বছর ধরে যশোরের একজন নার্সিং শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় রিপন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করছিলেন। সহকর্মীরা মনে করছেন, এই হতাশার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


রিপন কুমার মোদক রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি গ্রামের সুবলচন্দ্র মোদকের পুত্র। গত তিন মাস আগে তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও হিসেবে যোগদান করে নাটোরের সিংড়ায় কর্মরত ছিলেন।


পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com