
রাঙ্গামাটির সদর ও বাঘাইছড়িতে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে সদরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাহার জান (৬০) ও সিলেটিপাড়া এলাকার বাসিন্দা মো. নজির আহমেদ (৫০)।
ঘটনা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, বৃষ্টির সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দিকে সদরের সিলেটিপাড়া কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঢলে পড়েন মো. নজির আহমেদ। তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় বলে জানান আবাসিক চিকৎসক ডা. শওকত আকবর।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]