জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৪:৫১
জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখালীর সাগর হোসেন নামে এক যুবক অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হয়েছেন। মন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তা ভাইরাল হয়েছে।


শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গোলাবাড়ি বাজারে দুধ দিয়ে গোসলের এ ঘটে ঘটনা। সাগর হোসেন একই এলাকার মো. চাঁদ আলীর ছেলে। পরে গোসলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়।


জানাগেছে, সাগর হোসেনে প্রথমে কাপড়ের দোকান এবং পরে পুরাতন মোটরসাইকেলের শোরুমের ব্যবসা প্রায় ২১ বছর ধরে করে আসছেন। ব্যবসার টাকা দিয়ে সে বাড়ি নির্মাণ করেন। চলা ফেরা করতেন দামি মোটরসাইকেলে। সবমিলিয়ে প্রায় ৩৬ লাখ টাকার সম্পত্তির মালিক ছিলেন সাগর হোসেন। মাত্র এক বছরে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়ে এখন সে নিঃস্ব। তাই এখন থেকে এমন সর্বনাশা জুয়া আর খেলবেন না বলে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হয়েছেন।


সাগর হোসেন বলেন, প্রথমে কাপড়ের ব্যবসা ছিল। পরে পুরাতন মোটরসাইকেলের শোরুম দিয়েছিলাম। আল্লাহর রহমতে ভালোই চলছিল। মাসে প্রায় ৪০ থেকে ৭০ হাজার টাকা আয় হতো। ২১ বছর ধরে সৎ পথে আয় করে বাড়ি, গাড়ি সব করেছিলাম। কিন্তু মাত্র এক বছরে অনলাইন জুয়া খেলে সর্বস্ব হারিয়েছি। ২১ লাখ টাকায় বাড়ি এবং ১৫ লাখ টাকার শোরুম বিক্রি করেও দেনা শোধ করতে পারিনি।


তিনি বলেন, ব্যবসা বন্ধ করে ধারদেনা ও সুদে টাকা নিয়ে জুয়া খেলতাম। পরে সবকিছু বিক্রি করে দিয়েও এখনও সাড়ে ৩ লাখ টাকা দেনা রয়েছে। গত বৃহস্পতিবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। পরে স্থানীয়রা টের পেয়ে দুধ দিয়ে গোসলের আয়োজন করে।


সাগরের স্ত্রী কনা খাতুন বলেন, অনলাইন জুয়ায় আমার বাড়ি, গাড়ি, গহনা, আসবাবপত্র সব সম্পদ চলে গেছে। আর কারো সাথে যেন এমন না হয়। সেজন্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।


স্থানীয়রা হানান, সাগরের আগে মোটরসাইকেলের শোরুম ছিল। দামি গাড়ি ও বাড়ি ছিল। তবে জুয়া খেলে এখন সে পথের ফকির। আর জুয়া খেলবে না বলে দুধ দিয়ে গোসল করেছেন সাগর। সাগরের প্রতিবেশীরা জানান, সবকিছু হারিয়ে সাগর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। কিন্তু আমরা ১০ কেজি দুধ দিয়ে গোসল করিয়ে তওবা পড়িয়েছি। যেন আর জুয়া না খেলে। আর অন্যরাও যেন সতর্ক হন। সেজন্য জনসম্মুখে গোসল করানো হয়েছে।


এমন ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, দুধ দিয়ে গোসল করানোর খবর পেয়েছি। তবে সঠিক কারণ জানা যায়নি। অনলাইন জুয়ার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com