
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় নন্দীগ্রাম কলেজ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম মমিন, সেক্রেটারি মনিরুল ইসলাম মনির, পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান রাকিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন, সেক্রটারি রাজু আহমেদ, বাইতুল মাল সম্পাদক সেলিম রেজা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রজব আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]