ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী উদ্যোক্তা মেলা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী উদ্যোক্তা মেলা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে আজ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন এম্বাসি অফ ডেনমার্কের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানসহ বিভিন্ন দাতা সংস্থা ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


ইফাদ ও এম্বাসি অফ ডেনমার্কের অর্থায়নে এবং ইএসডিওর তত্ত্বাবধানে পরিচালিত ৪০টি প্রকল্পের ৪০ জন উদ্যোক্তা তাদের উৎপাদিত খাদ্যপণ্য, কৃষিপণ্য, হস্তশিল্প, পরিবেশবান্ধব সামগ্রীসহ নানা ধরনের পণ্যের স্টল সাজিয়েছেন এ মেলায়। উদ্যোক্তারা জানাচ্ছেন, মূলত নিজেদের পণ্যের পরিচিতি বৃদ্ধি, বাজারজাতকরণ, নতুন ক্রেতা ও ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে তারা মেলায় অংশ নিয়েছেন।


উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। পরে ইএসডিওর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোক্তা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আলোচনা সভায় উপস্থিত অতিথিরা ছিলেন—কান্ট্রি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রেচেল অদিতি রেমা, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট এক্সপার্ট সাবিহা সুলতানা, অপারেশন্স অ্যান্ড লজিস্টিক্স সাপোর্ট স্পেশালিস্ট প্রান্ত দেব ইমন, কমিউনিকেশন্স অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার ফারহানা উর্মি, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয় পরিমল সরকার, উপ-মহাব্যবস্থাপক, পিকেএসএফ মো. হাবিবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক, পিকেএসএফ তানভীর সুলতানা, ভ্যালুচেইন স্পেশালিস্ট, পিকেএসএফ ড. এস এম ফারুখ উল আলম, ভ্যালুচেইন ম্যানেজার, পিকেএসএফ মো. এরফান আলী সহ অনেকে।


বিবার্তা/বিধান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com