
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিচার-শালিসকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. জালাল (২৩) ওরফে রাব্বি নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার কালীবাড়ি গেইট সড়কে এই ঘটনা ঘটে। আহত জালাল উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাইক্রোবাস চালক হেলাল মিয়ার ছেলে। তবে জালাল নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালীবাড়ি এলাকায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়। এতে মোঃ জালাল গুলিবিদ্ধ হন। পরে স্থানয়ীরা গুলিবিদ্ধ জালালকে দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন।
গুলিবিদ্ধ জালাল জানায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কোনো একটি বিচার-শালিসকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটতে পারে।
অতিরক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]