
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে এক বাস মালিকের বিরুদ্ধে।তবে বাস মালিকের দাবি, তাকে মারধর করা হয়নি। হাতুড়ি দিয়ে হাতে ও পায়ে মারার ভয় দেখানো হয়েছে।বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় ব্যাপক সমালোচনা।
ঘটনাটি শোনার কথা জানিয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে মারধরের শিকার ব্যক্তিকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাস মালিক কুরবান আলী দিনাজপুর জেলার বাসিন্দা। তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় বিয়ে করে সেখানে বসবাস করে আসছেন। এ ছাড়া তিনি কালিয়াকৈর থেকে ঢাকার মিরপুরের পথে চলাচল করা রাজধানী পরিবহনের তিনটি বাসের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চুরির অভিযোগে বুধবার দুপুরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করেন কুরবান আলী। পরে তাকে একটি নারকেল গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে কুরবান আলী হাতুড়ি দিয়ে ওই যুবকের দুই হাত ও দুই পায়ে আঘাত করেন।
এতে ওই যুবক হাউমাউ করে চিৎকার করতে থাকেন। এ সময় উপস্থিত অনেকেই ঘটনার প্রতিবাদ প্রতিবাদ না করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ফেইসবুকে ছড়ালে সমালোচনা শুরু হয়।
স্থানীয় লোকজন জানান, তিন মাস আগে এক যুবককে একটি বাস চালাতে দেন কুরবান আলী। বেশ কিছুদিন চালিয়ে ঢাকার মিরপুর এলাকায় একটি গলিতে বাসটি রেখে নিখোঁজ হন ওই যুবক। পরে কুরবান আলী পুলিশের সহায়তায় বাসটি উদ্ধার করেন।
ভিডিওতে দেখা যায়, কালো গেঞ্জি পরা এক যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাকে লোকজন ঘিরে রেখেছে। এর মধ্যে এক ব্যক্তি তাকে বকাঝকা করে পাশের একজনের কাছ থেকে হাতুড়ি নিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।
এ সময় ওই যুবক চিৎকার করে বলতে থাকেন, “আমি কী করছি ভাই, আমারে কেন মারতাছেন? আমি কিছু করি নাই। আমারে মাইরেন না, আমার পরিবার আছে।” এ সময়ে কুরবান আলী হাতুড়ি নিয়ে পেটাতে পেটাতে বলেন, “তুই ডাকাত, তুই ডাকাতি করছস। তোর আইজক্যা খবর আছে।”
বাস মালিক কুরবান আলী সাংবাদিকদের বলেন, “ওই যুবককে স্থানীয়দের কথায় বাসটি চালাতে দিয়েছিলাম। কিন্তু সে বাস চুরি করে নিয়ে চলে যায়। পরে পুলিশের সহায়তায় মিরপুর থেকে বাসটি উদ্ধার করা হয়।”
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]