
ছাত্রনামধারী কতিপয় চিহ্নিত মবসন্ত্রাসী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন সম্মানিত শিক্ষকের উপর সংঘটিত কাপুরুষোচিত, সংগঠিত সন্ত্রাসী হামলা এবং হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
১২ ডিসেম্বর, শুক্রবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো: আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনেই প্রকাশ্যে এমন হামলা সংঘটিত হওয়া শিক্ষকদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফেডারেশন গভীর সংশয় প্রকাশ করছে। একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত শেষে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর প্রশাসনিক ও আইন ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন জোর দাবি জানাচ্ছে।
এতে আরো বলা হয়, ফেডারেশন হামলার শিকার সকল শিক্ষকবৃন্দের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে। দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করতে এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার আস্থাজ্ঞান প্রজ্ঞা, বিশ্বাস ও সৌহার্দপূর্ণ সম্পর্ক রক্ষায় সুব্যবস্থা ও নৈরাজ্যমুক্ত বন্ধ করতে জরুরি ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]