
ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ পালিত হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'গোলামী না আযাদী, আজাদি আযাদী', 'তুমি কে আমি কে, হাদী হাদী', 'আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে', 'আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে', 'ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার'। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, 'আওয়ামী আমলে যত অবৈধ অস্ত্রের লাইসেন্স হয়েছে, সেগুলো গত দেড়বছরে সংগ্রহ করা হয়নি। বারংবার বিপ্লবীদের উপর হামলা হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ খুব আগ্রহ ভরে জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে। আজ হাদী ভাইয়ের উপর হামলা হয়েছে, পুলিশের মধ্য থেকে বুনোউল্লাস করা হচ্ছে।'
কুবি শিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবির বলেন, যখনই চাঁদাবাজ, সন্ত্রাস, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাদী ভাইও সবসময় এসবের বিরুদ্ধে কথা বলে আসছিলো, এজন্য আজ তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাদী ভাইয়ের কিছু হবে না৷ এ হাদী না থাকলে আরো হাদী তৈরি হবে।
কুবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রহিম বলেন, 'আমাদের হাদী ভাই বলেছিল, জান দিব তারপরও জুলাই দিব না। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা তিনি বলেছিলেন। এই ভারতীয় আধিপত্য, সাম্রাজ্য ও সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে জিয়াউর রহমান শহিদ হয়েছেন। ভারতীয় গুপ্তচররা আমাদের জুলাইয়ের ভাইদের টার্গেট করে বিভিন্ন সময় হত্যাচেষ্টা করেছে। সেসব ঘটনার যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে আজকে হাদী ভাইয়ের এই অবস্থা হতো না। ভাইয়ের উপর হামলাকারীদের আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।'
উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বাইকে করে যাওয়া দুজন দুর্বৃত্তের দ্বারা গুলিবিদ্ধ হন ওসমান হাদী।
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]