
নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক একাধিক মামলার আসামি আতিকুল ইসলাম ভূইয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ মে, শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুল ইসলাম শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের হান্নান ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত ৪ মে রোববার গভীর রাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে । ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরদিন প্রবাসীর পিতা রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে কুখ্যাত ডাকাত সর্দার আতিকুলকে রুপগঞ্জের গোলাকান্দাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির কথা স্বীকার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, বাঘাব ইউনিয়নে লামপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত সর্দার আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে জেল পলাতক ছিল। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]