
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক কামাল হোসেন প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার লিয়াকত আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক৷
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, "হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শিক্ষক কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।"
দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, “আমাদের কাছে এখনো কোনো অফিসিয়াল তথ্য আসেনি। কোর্ট বা অন্য সূত্র থেকে নিশ্চিত হলে তাকে বরখাস্ত করা হবে।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]