
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২ মে, বৃহস্পতিবার উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চারদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়। এতে সহকারী প্রিজাইডিং অফিসার ৭২৭ জন এবং ১ হাজার ৪৫৪ জন পুলিং অফিসার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান, সাদুল্ল্যাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের নির্বাচন কর্মকর্তারাও প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের সদস্যরা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]