
প্রয়োজনীয় শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসার পথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
২ মে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গতকাল বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য পরীক্ষা করতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ওইদিন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি আজ বাসায় ফিরছেন।
এর আগে গত ৩০ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন। চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন। এরপর তাকে বাসায় চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষণে হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়।
সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পরই তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]