বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:৩৬
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। অভিযানে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আইএসপিআর-এর বরাত দিয়ে জানা যায়।


সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলিবিনিময়ের মধ্যে পড়ে দুইজন নিহত হয়। তাদের মধ্যে একজন কেএনএ-র গুরুত্বপূর্ণ কমান্ডার বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


অভিযানস্থল থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এসএমজি, একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও সামরিক সরঞ্জাম। আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর এ অভিযান এখনও চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে তল্লাশি জোরদার করা হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করেছে।


আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com