ভাটারায় গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:৪২
ভাটারায় গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ভাটারা থানার নূরের চালা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।


বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তার স্ত্রী শিউলি বেগম (৪৫), তার ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।


আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ জানান, রাতে রান্নার সময় গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন দগ্ধ হন।


জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহত চারজনকে রাতে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের ড্রেসিং চলছে। দগ্ধের পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে সবার অবস্থাই আশঙ্কাজনক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com