
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় গুলফার রহমান (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গুলফার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গুলফার রহমান হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার গোলাপজান এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
তিনি জানান, হাকিমপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক এর নির্দেশনা মোতাবেক আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে নিয়মিত মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হাকিমপুর থানা মামলা নং ৩। জিআর নং ১৩৩।
গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]