
রাজধানীর খিলগাঁওয় থেকে মোহাম্মদ হাবিবুর রহমান রুবেল (২৮) নামে তোশক মোড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।
বুধবার (১মে)সাড়ে ৩টার দিকে উত্তর গোরান আইসক্রিম গলি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, মধ্য রাতে আমরা খবর পেয়ে খিলগাঁও ৩৩৮/১ উত্তর গোড়ান সিপাহীবাগ আইসক্রিম গলি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয় ।
তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর গ্রামে। মৃত আব্দুল ওহাবের ছেলে।
বর্তমানে খিলগাঁওয়ের কসাইবাড়ির কমিশনার গলির একটি ভাড়া বাসায় থাকত সে। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে তোশক দিয়ে মুড়িয়ে রেখে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]