কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১৫:৫৮
কুষ্টিয়ায় ২৫৮ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। কুষ্টিয়ায় এ বছর ২৫৮টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।


২০ অক্টোবর, শুক্রবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। ইতোমধ্যে প্রতিটি মণ্ডপে রং তুলি শেষ আঁচড় টেনে দেবী দূর্গাসহ সব প্রতিমা তৈরির কাজ শেষে করেছেন প্রতিমা তৈরীর কারিগররা। দূর্গোৎসবকে সফল ও নির্বিগ্ন করতে জেলা প্রশাসন সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।


দেবী দূর্গা এবার মর্তে আসছেন আসছেন ঘোড়ায়, আবার যাবেনও ঘোড়ায়। যা সবার জন্য মঙ্গল বয়ে আনবে বলে পূজারীদের অভিমত।


এদিকে প্রতিটি পূজা মণ্ডপকে সাজানো হচ্ছে বিভিন্ন আঙিকে। আর এসকল মণ্ডপে শোভা পাচ্ছে দেবী দূর্গাসহ অন্যান্য প্রতিমা। দূর্গা পূজা উপলক্ষ্যে প্রতিটি মণ্ডপে আইনশৃংখলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল
মুরাদ।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com