খাগড়াছড়ির তিন উপজেলায় প্রতীক পেয়ে সরব প্রার্থীরা
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৭:০৯
খাগড়াছড়ির তিন উপজেলায় প্রতীক পেয়ে সরব প্রার্থীরা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার।


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের '২য় পর্যায়ে' এই ৩টি উপজেলা (খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি) ২ মে, বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ।


খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন আনারস প্রতীক চাওয়ায় লটারিতে ধারাবাহিকভাবে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে খাগড়াছড়ি সদর উপজেলায় দিদারুল আলম (আনারস), আকতার হোসেন (মোটর সাইকেল), জ্ঞান রঞ্জন ত্রিপুরা (কই মাছ), সুশীল জীবন ত্রিপুরা (টেলিফোন) সন্তোষিত চাকমা বকুল (দোয়াত কলম) ও নজরুল ইসলাম ইসলাম (লাঙল) প্রতীক বরাদ্দ পান।


ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ক্যউচিং মারমা (তালা), শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল), মো: এরশাদ হোসেন (চশমা), মো: আসাদ উল্লাহ (বই), মো: আবু হানিফ (টিয়া পাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যান, কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি), নিপু ত্রিপুরা (ফুটবল)।


প্রতীক বরাদ্দকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জোনায়েদ কবির সোহাগ বলেন, সুষ্ঠু নিরপেক্ষা নির্বাচনের লক্ষ্যে আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ সকল প্রশাসন মাঠে থেকে কাজ করবে। কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


পরে চেয়ারম্যান প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় দুপুরের পর জনসংযোগ করতে মাঠে নামেন।


এদিকে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান পদে লটারিতে দুজনের মধ্যে ধর্ম জ্যোতি চাকমা (মোটর সাইকেল), মো: কাশেম (আনারস) বরাদ্দ পান। ভাইস-চেয়ারম্যান পদে মো: মোস্তফা কামাল (টিউবওয়েল) মো: সোলাইমান (টিয়াপাখি) ও সুসময় চাকমা (চশমা) বরাদ্দ পান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, বিলকিস বেগম (প্রজাপতি), সীমা দেওয়ান (কলস) প্রতীক বরাদ্দ পান।


অপরদিকে পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে, মিটন চাকমা (আনারস), চন্দ্র দেব চাকমা (কাপ-পিরিচ) বরাদ্দ পান। ভাইস চেয়ারম্যান পদে, মো.লোকমান হোসেন (বৈদ্যুতিক ভাল্ব), জয়নাথ দেব (তালা), সৈকত চাকমা (টিউবওয়েল), কিরন ত্রিপুরা (চশমা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, সুজাতা চাকমা (কলস), মনিতা ত্রিপুরা (ফুটবল) প্রতীক পান।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com