সরকার প্রতিবন্ধীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ২০:৫০
সরকার প্রতিবন্ধীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনা সরকার প্রতিবন্ধীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এখন শতভাগ প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়, বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।


২৫ আগস্ট, শুক্রবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০০টি হুইল চেয়ার ও ১৫টি ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।


তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। কারণ, আওয়ামী লীগ সরকার বিএনপির মতো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ইসরাকী ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হাবিবুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com