কেসিসি নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৯:৩৫
কেসিসি নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ২৫ মে, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।


মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসনে আরা।


এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আজকে পর্যন্ত ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী রয়েছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com