কুড়িগ্রামে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৬:৫৮
কুড়িগ্রামে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।


রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এদিন বিকেলে তাদের আটক করা হয়।


আটকরা হলেন নাগেশ্বরীর বোয়ালের ডারা এলাকার আজিজুল হকের ছেলে খাদেমুল ইসলাম, মন্ত্রীটারী দীঘিরপাড় এলাকার শশীমোহন বর্মণের ছেলে প্রসেনজিৎ, মোন্নাফ।


এঘটনায় সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন হলরুমে এক সংবাদ সম্মেলনে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রোববার দুপুরে বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স কর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মন ভুরুঙ্গামারী ইসলামি ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে কচাকাটা যাবার পথে লক্ষির মোড়ে পৌছালে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ধাক্কা দেয়। তারা পড়ে গেলে ব্যাগভর্তী টাকা নিয়ে ফিল্মী স্টাইলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ।


এসময় বিকাশের ২ কর্মীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এসময় ঘটনাটি পুলিশকে জানালে কচাকাটা ও ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৬০ হাজার টাকা, ১৫০ সিসি পালসার মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করে।



বিবার্তা/ সৌরভ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com