আল হিলাল ছাড়ছেন নেইমার, ফিরছেন পুরনো ঠিকানায়
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২৩:৩১
আল হিলাল ছাড়ছেন নেইমার, ফিরছেন পুরনো ঠিকানায়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সৌদি ক্লাবটির হয়ে এখনও নিজের ঝলক দেখানো হয়ে ওঠেনি ব্রাজিলিয়ান এই ফুটবলারের। হবেই বা কিভাবে, আল হিলালে যোগ দেয়ার পর থেকেই যে তিনি লড়ছেন চোটের সঙ্গে। এ কারণে সৌদি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।


গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন নেইমার। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারণে তাকে এ বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন গত অক্টবরে, আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বদলি হয়ে মাঠে নেমেছিলেন। ফেরার পর নেইমার আল হিলালের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন।


এই ম্যাচেও তাকে বদলি হিসেবেই মাঠে নামিয়েছিল আল হিলাল, তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি, চোট পেয়ে ওঠে যেতে হয়েছে তাকে। প্রথমে ধারণা করা হয়েছিল গুরুতর কিছু হয়নি ব্রাজিলিয়ান এই তারকার। তবে পরে জানা যায় চোটের জন্য চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে তাকে।


ফের চোটে পড়ায় আল হিলালে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষতি হয়েছে। তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বলে সৌদি প্রো লিগের জন্য তাকে নিবন্ধন করায়নি আল হিলাল। জানা গিয়েছিল, ব্রাজিলিয়ান তারকা সুস্থ হয়ে ফিরলে আগামী বছর তাকে নিবন্ধন করাবে তাকে। তবে এখন আবার চোটে পড়েছেন তিনি।


আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আছে আগামী বছরের জুন পর্যন্ত। ফলে আগামী বছরের তাকে প্রো লিগে নিবন্ধন করানো হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে। বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বারবার চোতে পড়ায় এবং চুক্তির মেয়াদের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি নাও করতে পারে আল হিলাল।


এরই মাঝে আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাবে নেইমার যোগ দিতেছেন বলে গুঞ্জন উঠেছে। আগামী মৌসুমেই নেইমার ক্লাবটিতে ফিরবেন বলে জানা যায়। সেই গুঞ্জনের হাওয়া আরও জোড়াল হয়, ব্রাজিলে ফুটবলের দলবদলে নির্ভরযোগ্য খবর প্রদানকারী সাংবাদিক মার্লোর বার্তায়। মার্লো জানালেন, 'নেইমার সান্তোসে ফিরতে প্রস্তুত।'


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্লো লেখেন, সান্তোসের সঙ্গে ইতিমধ্যেই ৩২ বছর বয়সী এই ফুটবলার সম্মতিতে পৌঁছেছেন। আল হিলালের সমাপ্তি নিয়ে কাজ করা হচ্ছে, চলতি টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই আসছে আনুষ্ঠানিক ঘোষণা।


নেইমার বিশ্ব দরবারে নিজেকে চিনিয়েছেন সান্তোসের হয়ে খেলেই। সান্তোস থেকেই ২০১৩ সালে তিনি যোগ দেন বার্সেলোনায়। সেখান থেকে রেকর্ড দামে যোগ দেন পিএসজিতে। গত বছর যোগ দেন আল হিলালে। এসিএল ইনজুরিতে ক্লাবটিতে খেলতে পেরেছেন মাত্র পাঁচ ম্যাচ। সব মিলিয়ে নেইমারের ভবিষ্যৎ কোনদিকে যাবে তা হয়তো জানা যাবে আরও কিছুদিন পরই।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com