
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার উদ্যোগে পথসভা ও র্যালি করা হয়।
১ মে, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা মাঠ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিছুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় ।
র্যালিটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুইচ গেট ,ডাকবাংলো, রামারচর, গোজাব্রীজ হয়ে মাদরাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এ র্যালিতে দর্জি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিকসহ ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এসময় সলঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায়, প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সলঙ্গা রায়গঞ্জ, তাড়াশের বিশিষ্ট আলেমে দিন ডঃ আব্দুস সামাদ সহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমির রাশিদুল ইসলাম (শহিদ) ও সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রাকিব হাসান, সলঙ্গা থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলেমে দিন জনাব মাওলানা আব্দুস সামাদসহ থানা ও ইউনিয়নের শতশত শ্রমিকরা এই র্যালি ও পথসভায় অংশগ্রহণ করেন।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]