
রাজবাড়ীর গোয়ালন্দে শত্রুতা করে মো: রফিকুল ইসলাম নামে এক প্রবাসীর বিভিন্ন প্রকারের অর্ধশত ফলের চারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কোন এক সময় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের পেশকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মো: রফিকুল ইসলাম ওই এলাকার মৃত ফজলুল শেখের ছেলে।সে সিঙ্গাপুর প্রবাসী। শখের বসে জমি কিনে ফলের বাগান করেছিলেন।বাগানটির দেখভাল করতেন তার ছোটভাই আলামিন হোসেন।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আম, জাম, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা, বাতাবি লেবু ও ছবেদাসহ বিভিন্ন জাতের প্রায় অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলোর বয়স ছিল দেড় থেকে দুই বছর।
স্থানীয় শিমুল মোল্লা ও নয়ন শিকদার নামে দুই ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন,প্রবাসী রফিকুল সুন্দর মনের মানুষ। শখের বসে একটি সুন্দর ফলের বাগান তৈরি করছিলেন। হঠাৎ সকালে এসে দেখি সব গাছ কেটে দেওয়া হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক কাজ।
প্রবাসী রফিকুল ইসলামের ছোট ভাই আলামিন হোসেন বলেন, আমাদের সাথে কারো শত্রুতা নেই। তবে কি কারণে এভাবে রাতের অন্ধকারে বাগানে গাছ কেটে দিয়েছে বুঝতে পারছি না। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন,ঘটনার বিষয়ে গোয়েন্দা পুলিশ আমাকে অবহিত করেছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]