রায়গঞ্জে উপজেলা প্রশাসনের শ্রমিকবিহীন মে দিবস পালন
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৮:২৩
রায়গঞ্জে উপজেলা প্রশাসনের শ্রমিকবিহীন মে দিবস পালন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমিক বিহীন মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক দিবসে রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি থাকলেও দেখা যায়নি কোন পেশাজীবি শ্রমিকদের। এ নিয়ে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে চলছে নানা আলোচনা সমালোচনা।


সরেজমিনে দুপুর ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দেখা যায়, র‍্যালিতে অংশগ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইসিটি কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।


এ বিষয়ে উপজেলার স্থানীয় একাধিক রিকশা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিকরা জানান, দিবস আসে দিবস যায়। কিন্তু আমরা শ্রমিক আমাদের কোন খোঁজ খবর নাই। আজকে শ্রমিকদের দিবসেও আমাদের কাজ করতে হচ্ছে। প্রশাসনের কেউ আমাদের ডাকে নাই।


শ্রমিক বিহীন মে দিবস পালনের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম বলেন, এ সময় শ্রমিকদের আমার কোন নজরে পড়ে নাই।


জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস বলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক হিসাবে আমি কোন দাওয়াত পাইনি। তবে শ্রমিক দিবসের প্রোগ্রামে ল কোন শ্রমিক নাই। আমাকে রাজনীতিবীদ হিসাবে দাওয়াত দিয়েছিলো উপজেলা প্রশাসন।


উপজেলা ইমারত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ১০ জন শ্রমিক পাঠানো হয়েছিলো তারা গিয়েছে কিনা তা আমার জানা নাই।


রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবিরের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি সবাইকে ইনভাইট করেছি। তবে প্রোগ্রামে কোন শ্রমিকদের দৃশ্য দেখা যায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আপনার সাথে পড়ে কথা বলব। পরে তিনি ফোন করে জানান, মাত্র ১০ জন শ্রমিকের উপস্থিতিতে এ দিবস পালন করা হয়েছে।


বিবার্তা/কাইয়িম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com