কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ
পুঁচকে ভ্যাঙ্কুভারের কাছে হেরে মায়ামির বিদায়
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:০৩
পুঁচকে ভ্যাঙ্কুভারের কাছে হেরে মায়ামির বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম লেগে ২-০ গোলে হারের পরই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল মায়ামির বিদায়ের। এবার ঘরের মাঠেও হেরেছে মেসির দল। ফলে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি থেকেই বিদায় নিত হল মায়ামিকে।


বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১ মে) ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল তারা।


প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। তার ফলও পেয়ে যায় ম্যাচের নবম মিনিটে। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের লিড নিয়েই। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।


তবে দ্বিতীয়ার্ধে উল্টো চিত্র। দ্বিতীয় হাফে উল্টো মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ৫১তম মিনিটে সমতায় ফেরে তারা। গোল করেন ব্রায়ান ওয়াইট। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।


এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। ৭১তম মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বি'র পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com