বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩
বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

লাতিন বাংলা সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টাইন ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে মাঠে নেমে চরম উত্তেজনার সৃষ্টি করেছে বাংলাদেশের 'রাইজিং স্টার' দল। খেলার ৭২তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হলে রেফারি দুই দলের একজনকে করে মোট দুই ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।


সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ লড়াইটি অনুষ্ঠিত হয়।


প্রথমার্ধে সমতা, দ্বিতীয়ার্ধে উত্তেজনা


ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধ শেষে উভয় দলই একটি করে গোল করে সমতা বজায় রাখে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগোলেও ফিনিশিংয়ের অভাবে কেউই জালের দেখা পাচ্ছিল না।


হাতাহাতি ও লাল কার্ড


* ঘটনার সময়: খেলার ৭২তম মিনিটে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।


* সূত্রপাত: মাঠের মাঝখানে একটি ফাউলকে কেন্দ্র করে প্রথমে খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়।


* পরিণতি: মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দলের একাধিক ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি কঠোর সিদ্ধান্ত নেন এবং দুই দলের একজন করে ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন।


দুই দল ১০ জন করে খেলোয়াড় নিয়ে বাকি সময় শেষ করে। এই লাল কার্ডের ঘটনা ম্যাচের ফল এবং টুর্নামেন্টে দুই দলের ভবিষ্যৎ যাত্রায় প্রভাব ফেলতে পারে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com