অমৃত সাগরের পর এবার জিআই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৭:০৬
অমৃত সাগরের পর এবার জিআই স্বীকৃতি পেল নরসিংদীর বিখ্যাত লটকন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অমৃত সাগর কলার পর এবার নরসিংদী অঞ্চলে উৎপাদিত লটকন জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে (রাষ্ট্রীয় অতিথিভবন সুগন্ধা) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করে জেলা প্রশাসকের হাতে সনদ তুলে দেওয়া হয়।


শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর লটকনকে বাংলাদেশের ৩২ তম রেজিস্ট্রার্ড জিআই পণ্য হিসেবে উল্লেখ করে স্বীকৃতি দেয়া হয় বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।


সুস্বাদু হওয়ায় দেশ-বিদেশে খ্যাতি পাওয়া নরসিংদীর উৎপাদিত লটকনকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য গত বছর আবেদন করে জেলা প্রশাসন। গত বছরের ০৬ মার্চ নরসিংদীর লটকনকে জি আই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য "ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩" এর ধারা ১২ অনুসারে জিআই জার্নাল-৩১ নম্বরে প্রকাশ করা হয় এবং ৮ মার্চ তা ডিপিডিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।


নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, জিআই পণ্যের স্বীকৃতি লটকনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফল এবং স্বাদে ও গন্ধে অন্য সব এলাকার লটকন হতে আলাদা। দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে নরসিংদী জেলায় লটকন চাষ হচ্ছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার ফলে রপ্তানির সুযোগ বৃদ্ধিসহ লটকন স্থানীয় অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।


এর আগে গত বছর জিআই স্বীকৃতি দেয়া হয় নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলাকে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com