দৌলতপুর সীমান্তে
বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪
প্রকাশ : ০১ মে ২০২৫, ২২:২৯
বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে এবং মাদকসহ আটক হয়েছে ৪ জন।


১ মে, বৃহস্পতিবার দুপুর ও বুধবার রাতে উপজেলার প্রাগপুর ও মথুরাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করা হয় এবং আটক করা হয় মাদক পাচারকারী ও মাদক সেবনকারী সহ ৪ জনকে।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে আজ বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/২-এস হতে ৬০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে প্রাগপুর বাজার সংলগ্ন মাদক চোরাকারবারী সোহেল রানার বাড়িতে বিজিবি অভিযান চালায়। এসময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক চোরাকারবারী সোহেল রানা (৪০) এবং মাদক সেবনকারী রফিকুল ইসলাম (৫০), শাহাদাত হোসেন (৪০) ও মিলন হোসেন (৪২) কে আটক করা হয়। এরা প্রাগপুর এলাকার মৃত আব্দুল গনি, মৃত আরমান আলী, রহিম মন্ডল ও ভেগলের ছেলে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার টাকা বলে বিজিব সূত্র নিশ্চিত করেছে।


অপরদিকে বুধবার রাত সোয়া ৮ টার দিকে মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/২-এস হতে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থানে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ১৭৮ বোতল ফেনসিডিল এবং ১৮.৫ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৫৮ হাজার ৪৫০ টাকা।


পরে মাদকসহ আটক আসামীদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদক ধ্বংশর জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com