
মানবিক করিডোরের নামে করিডোর দেয়ার আগে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা কোন অবস্থানে গিয়ে দাঁড়াবে, তা জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১ মে) বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা উচিত। একতরফা সিদ্ধান্ত দেশের জন্য হুমকির কারণ হতে পারে।’
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনগণের ওপর দমন-পীড়ন, মামলা-হামলা চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই। সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বরিশালের ফজলুল হক অ্যাভিনিউ থেকে শুরু হয়ে চকবাজার, গির্জা মহল্লা ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, বিএনপির বরিশাল মহানগর আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শ্রমিক নেতা আকন কুদ্দুসুর রহমান, মো. দিলাউদ্দিন সিকদার জিয়া ও মহানগর শ্রমিক দল আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]