
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৪ হাজার ৪শ ১৫পিচ নিষিদ্ধ ভারতীয় কুপিজেসিক ইঞ্জেকশন জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ইঞ্জেকশনের সিজার মূল্য ৬ লাখ ৯১ হাজার ৫শ ৫০ টাকা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্য রাতে হিলি সীমান্তের সিপি ও মংলা এলাকায় পৃথক দুইটি অভিযানে মালিকবিহীন এসব মাদক জব্দ করে বিজিবি।
আজ দুপুর ১টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত হিলি সিপি ক্যাম্প ও মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এসময় হিলি জিরো পয়েন্ট থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪নং পোস্টে বিজিবি সদস্যরা ওতপেত থাকে রাত ২টার দিকে ভারত থেকে একজন চোরাকারবারি দেশে প্রবেশে সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ১টি বস্তা পানিতে ফেলে চোরাকারবারি বাংলাদেশের ভিতরে পালিয়ে যায়।ফেলে যাওয়া বস্তায় ছোট ছোট পলিথিনে মোড়ানো ভারতীয় ২ হাজার ৯শ ৪০ পিচ ইঞ্জেকশন উদ্ধার করা হয়। একই কায়দায় মংলা ক্যাম্প এলাকা দিয়ে মাদক নিয়ে দেশে প্রবেশের সময় আরো ১ হাজার ৪শ ৭৫ পিচ ইঞ্জেকশন জব্দ করা হয়।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]