জুমার দিন জোহরের নামাজ কি করবেন?
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭
জুমার দিন জোহরের নামাজ কি করবেন?
ধর্ম ডেস্ক
প্রিন্ট অ-অ+

যে এলাকায় জুমা হয়, সেখানে জোহরের জামাত করা নিষেধ। তাই মুসাফিরদের কোনো দল জুমা আদায় করতে অক্ষম হলে, জুমা শেষ হয়ে যাওয়ার পর শহরে পৌঁছলে তারা ওই দিনের জোহর প্রত্যেকে আলাদাভাবে আদায় করবে। জোহরের জামাত করবে না। একইভাবে অন্য অক্ষম ব্যক্তিরা, যারা কোনো কারণে জুমার জামাতে শরিক হতে পারেনি, যাদের ওপর জুমা ওয়াজিব নয়, তারা প্রত্যেকে আলাদাভাবে জোহরের নামাজ আদায় করবে; জামাত করবে না।


জুমার নামাজ ওয়াজিব মুসলমান প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন (যিনি মানসিকভাবে ভারসাম্যহীন নন) মুকিম (যিনি মুসাফির নন) স্বাধীন (যিনি ক্রিতদাস নন) নগর বা লোকালয়ের অধিবাসী পুরুষদের ওপর; যার এমন কোনো গ্রহণযোগ্য অসুবিধা, অসুস্থতা বা বার্ধক্য নেই যে কারণে তিনি মসজিদে উপস্থিত হতে ও জুমা আদায় করতে অক্ষম।


অসুস্থ, মুসাফির, নারী, শিশু ও ক্রিতদাসদের ওপর জুমা ওয়াজিব নয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com