লালপুরে যুবককে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮
লালপুরে যুবককে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুরে আল মাহমুদের নৃশংস পিটিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


ঘাস তোলাকে কেন্দ্র করে যুবক আল মাহমুদকে (২৪) পিটিয়ে হত্যার প্রতিবাদে আল বারাকা ফাউন্ডেশন প্ল্যাটফর্মের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


তাঁরা বলেন, বিত্তবানের পার্শ্ববর্তী ক্ষেতে ঘাস তোলাকে কেন্দ্র করে গত ১২ই আগস্ট প্রকাশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনা স্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে আল মাহমুদ। পরে পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ৩০শে আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চিহ্নিত হলেও দুই সপ্তাহ পরও পুলিশ তাঁদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি বলে উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন।


মানববন্ধন শেষে আল বারাকা ফাউন্ডেশন প্ল্যাটফর্মের প্রতিনিধি প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শামীম হোসেন জানান, যতক্ষণ পর্যন্ত বিচারের ব্যবস্থা না হলে এর পরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে আবারো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিহতের মা আলিয়া বেগম, চাচা বাদশা খান,এবং চাচি শাপলা, এবং মিজানুর রহমান সহ জুলহাস হোসেন প্রমুখ। নিহত আল মাহমুদ মহেশ্বর গ্রামের লালনের পুত্র দরিদ্র পরিবারের গবাদিপশু পাখি এবং গরু ছাগল মাঠে ঘাটে চোরায়ে জীবিকার নির্বাহ করত নির্বাহ করতেন।


বিবার্তা/ইউসুফ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com