
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবণী ভাদুরী (২১)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত দম্পতি ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট পার হয়ে মধুখালিতে বাড়িতে যাচ্ছিলেন।
গোয়ালন্দ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এসময় অজ্ঞাত কোন একটি যানবাহন তাদের টেনে ২০ ফুট দূরে নিয়ে যাই। এতে ঘটনাস্থলে শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয় এবং স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সঞ্জয় মন্ডলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করে।রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত তার ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণী মারা যান। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের তদন্ত চলছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]