নির্বাচনে লড়ার ঘোষণার ৩ দিনের মাথায় গানম্যান চাইছেন বুলবুল
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩
নির্বাচনে লড়ার ঘোষণার ৩ দিনের মাথায় গানম্যান চাইছেন বুলবুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী অক্টোবরের বিসিবির বোর্ড নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঘোষণার তিন দিনের মাথায় নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কা করছেন তিনি । এ কারণে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। সেখানে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।


যদিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয়, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এ ঘটনায় ভয়ও পাচ্ছেন তিনি।


আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।


উল্লেখ্য, ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com