
রাজবাড়ীর পাংশা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ ও দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়সহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানের সময় টিমের সদস্যরা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সেবা গ্রহণের চেষ্টা করেন। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের টিম জানতে পারে, দলিল লেখকরা সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে দলিল সম্পাদন করে থাকেন। এ বিষয়ে সাব-রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট দলিল লেখকদের দুদকের টিম সর্তক করে দেয়।
অর্থ আত্মসাতের অভিযোগের অধিকতর যাচাইয়ের জন্য দুদকের টিম স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর রেজিস্টার, ব্যাংকে জমাকৃত চালানের কপি ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে।
এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আমরা ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি।এসময় বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। তবে সম্পাদিত ১৮৪২ নাম্বারের দলিলের ১ লক্ষ ৬২ হাজার ৬৮০ টাকার পে-অর্ডার পাওয়া যায় নাই। সংগ্রহকৃত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযানে দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]