
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শাওন (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার ভোর ৫টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের খালিশকারটেক এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
৩০ আগস্ট, শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
গ্রেফতাকৃত শাওন পলাশ উপজেলার খালিশকারটেক গ্রামের নাহিদ ড্রাইভারের ছেলে।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে ২০২৪ সালের ৬ আগস্ট বিদ্রোহ করে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বৈদ্যুতিক পোল দিয়ে মই বানিয়ে ২০৩ বন্দি পালিয়ে যান। এ সময় কারারক্ষীদের গুলিতে ৬ আসামির মৃত্যু হয়। খবর পেয়ে সেনা সদস্যরা কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শাওন পালিয়ে যাওয়া ২০৩ জনের মধ্যে একজন। এরপর থেকে শাওন আত্নগোপনে ছিলো।
র্যাব-১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, শাওনের বিরুদ্ধে পলাশ থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]