মায়ের হাতে দু’বছরের সন্তান খুন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০০:০২
মায়ের হাতে দু’বছরের সন্তান খুন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু সন্তান মো: তৌহিদুল আলমকে হত্যা করেছে মা। এ ঘটনায় মাকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।


শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটি মারা যায়।


নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে।


বিবার্তা/আল মামুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com