
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় পৌনে এক লাখ টাকার নিষিদ্ধ সুতি ও কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ আগস্ট, শনিবার দুপুরে পৃথকস্থানে অভিযান পরিচালনা করেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,উপজেলার মিরাট এলাকার মিরাট সুইস গেটে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং থানাপুলিশসহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুইস গেট থেকে প্রায় ৫০হাজার টাকা দামের দুটি সুতিজাল জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়। এরপর উপজেলার ত্রিমোহনী হাটে অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার টাকা দামের এক হাজার ৫০০মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে।
এছাড়া জাল বিক্রেতা আকরাম হোসেনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। আকরাম হোসেন আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]