
লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া তারকাখচিত ইন্টার মায়ামি আবারও শিরোপা হাতছাড়া করল। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩–০ গোলে হেরে যায় হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে লুমেন ফিল্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে সাউন্ডার্স। ২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওসাজে ডি রোসারিও।
এরপর ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। আর শেষ মুহূর্তে রথরকের গোল নিশ্চিত করে সাউন্ডার্সের দাপুটে জয়।
২০২৩ সালে লিগস কাপ জেতানো মেসি গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে ৪৯তম মিনিটে একবার গোলের কাছাকাছি পৌঁছান আর্জেন্টাইন তারকা, কিন্তু তার শট রুখে দেয় সাউন্ডার্স ডিফেন্স।
ফলে লিগস কাপে টানা ৩৪ ম্যাচে ৩৪তম গোলের সুযোগ হাতছাড়া করেন তিনি।
অন্যদিকে, সাউন্ডার্সও কয়েকটি সুযোগ নষ্ট করে। ৩৯তম মিনিটে জেসুস ফেরেইরার শট পোস্টে লেগে ফিরে আসে, আর ৭২তম মিনিটে রথরকের শট বাঁচিয়ে দেন মায়ামির গোলকিপার।
শেষ দিকে রথরকের গোলের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, ঘুষাঘুষি, এমনকি সুয়ারেজকে সাউন্ডার্সের এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সুয়ারেজ সাউন্ডার্সের এক স্টাফকে থুতু নিক্ষেপ করছেন।
২০২৩ সালের লিগস কাপ জয়ের পর থেকে টানা ব্যর্থতায় ডুবে আছে মেসির মায়ামি। গত দুই বছরে তারা হেরেছে ইউএস ওপেন কাপের ফাইনাল, এমএলএস কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে, আর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে হোঁচট খেয়েছে কোয়ার্টার ফাইনালে।
এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল সাউন্ডার্স। উত্তর আমেরিকায় সম্ভাব্য সব শিরোপা জেতা প্রথম দল হিসেবে নাম লেখাল তারা। অন্যদিকে ২০২৩ সালে মেসির প্রথম মৌসুমে লিগস কাপ জয়ের পর থেকে আর কোনো ট্রফি জিততে পারেনি ইন্টার মায়ামি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]